ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রায়গঞ্জে চাষীদের কৃষি প্রণোদনা বিতরণ

সম্প্রতি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে প্রায় ১শ প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ আগস্ট) এ উপলক্ষে বেলা ১২টার সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে হলরুমে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল আলম।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি দাস, কৃষি সম্প্রসারণ অফিসার মমিনুল ইসলাম, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুব্রত কুমার দাস, রায়গঞ্জ প্রেসক্লাবের সদস্য গোলাম মোস্তফা প্রমুখ।

এদিকে আলোচনায় আরও উপস্থিত ছিলেন, উদ্ভিদ সংরক্ষন অফিসার গোলাম রব্বানী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, জুলফিকার আলী শেখ সাদী।
আলোচনা শেষে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

আনন্দবাজার/শাহী/সাইদুর

সংবাদটি শেয়ার করুন