ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্ধারিত সময়েই অলিম্পিক আয়োজন করা হবে: আইওসি

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সহসভাপতি জন কোটস জানিয়েছে, মহামারী করোনাভাইরাস থাকুক আর না থাকুক, আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই টোকিও অলিম্পিক আয়োজন করা হবে।

এখন পর্যন্ত বিশ্বযুদ্ধ ছাড়া আর কোনও কারণেই অলিম্পিক বাতিল হয়নি। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে আইওসি সহসভাপতি বলেন, আগামী বছর টোকিও অলিম্পিক গমেস আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞায় আইওসি। করোনা থাকলেও ২৩ জুলাই গেমস শুরু হবে।

কোটস বলেন, অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবেই। জাপানের অতীত ইতিহাস থেকে বলা যায় যে, ভয়াবহ প্রাকৃতির বিপর্যয়ের পরও গেমস নতুনভাবে অনুষ্ঠিত হয়েছিল। আমরা এখনও একবিন্দু আলো দেখছি, করোনা থাকলেও তাই গেমস আয়োজনে আমরা প্রস্তুত।

কোভিড-১৯ মহামারি আকারে ছড়িয়ে পড়ার কারণে ২০২০ সালের অলিম্পিক এক বছর পিছিয়ে ২০২১ সালের ২৩ জুলাই আয়োজনের তারিখ নির্ধারিন করা হয়। কিন্তু জাপানের সীমান্তগুলো এখনও ব্যাপক আকারে বিদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা আছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন