ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন ও ইসরাইলি গোয়েন্দারা বৈরুতে বিস্ফোরণ ঘটিয়েছে: নাজাহ

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের গোয়েন্দা সংস্থাগুলো বৈরুত বন্দরে বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি জানিয়েছেন লেবাননের রাজনৈতিক দল পিপলস মুভমেন্ট’র সভাপতি নাজাহ ওয়াকিম। গতকাল (৬ সেপ্টেম্বর) লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সব কথা বলেন।

পার্স টুডের খবরে বলা হয়েছে, গত মাসে লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছে। এ বিস্ফোরণ সম্পর্কে নাজাহ ওয়াকিম বলেছেন, সত্য লুকাতে ৪ আগস্টের বিস্ফোরণের বিষয়টি তদন্ত চালানোর ঘোষণা দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

তিনি বলেন, এফবিআই এখন সত্য লুকানোর চেষ্টায় আছে। ঠিক একই ঘটনা ঘটেছে সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ড ইস্যুতে। ২০০৫ সালে বৈরুতে এক বিস্ফোরণে নিহত হয় সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি। যদিও জাতিসংঘের সহযোগিতায় ওই বিস্ফোরণ ও হত্যাকাণ্ডের তদন্ত হয়েছে। তবে এখনো রয়ে গেছে অসংখ্য প্রশ্ন।

তিনি আরও বলেন, বৈরুত বন্দরে বিস্ফোরণের পরপরই যুক্তরাষ্ট্র ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনকে বৈরুতে পাঠিয়েছিল, যাতে করে সেখানে রাশিয়া ও চীন কোনো ভূমিকা রাখতে না পারে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন