ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেসিডেন্ট হলে মুসলিমদের পাশে থাকব : বাইডেন

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হলে মুসলিমদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকার (আইএসএনএ) ৫৭তম বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় ‘মুসলিম আমেরিকান ভয়েসেস ম্যাটার’ উল্লেখ করে বাইডেন তিনবার বলেন, আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মুসলিমদের পাশে থাকব।

আইএসএনএ’র অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইটে বাইডেনের বক্তব্যসহ একটি ভিডিও পোস্ট করে এসব তথ্য জানানো হয়।

বাইডেন বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম দিনই তিনি সুনির্দিষ্ট মুসলিম দেশগুলোর ওপর অভিবাসনে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন। তিনি জানান, মুসলিম আমেরিকানরা তার প্রশাসনের প্রতিটি স্তরের অংশীদার হবেন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন