মোল্লাহাটে গ্রাম্য ডাক্তার ও ফার্মাসিস্টদের দুইদিন ব্যাপি পুষ্টি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থা জেজেএস এর উদ্যোগে কোষ্টাল কনসোর্টিয়াম (রূপান্তর, জেজেএস ও ওয়াটার এইড) এর সমন্বিত আয়োজনে শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ৭টি ইউনিয়নের ২১জন গ্রাম্য ডাক্তার ও ফার্মাসিস্টসহ মোট ২৫ জনের উক্ত প্রশিক্ষণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস। এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যদেন উন্নয়ন সংস্থা জেজেএস এর ‘ক্রেইন’ প্রকল্প সমন্বয়কারী মোঃ মামুন অর রশীদ ও উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান।
প্রশিক্ষণে রিসোর্স পার্সোন ছিলেন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, সহায়কের দায়িত্ব পালন করেন কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর এ্যাডভোকেসী স্পেশালিষ্ট রুমানা শরমিন ও উন্নয়ন সংস্থা জেজেএস এর নিউট্রিশন স্পেশালিষ্ট মৌতিথি আইচ।
উন্নয়ন সংস্থা জেজেএস এর উপজেলা সমন্বয়কারী নব কুমার সাহা অত্র উপজেলায় চলমান ‘পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প (ঈজঅওঘ) এর বিভিন্ন কর্মকান্ড বিষয়ে সংক্ষিপ্ত ধারনা দেন।
এই প্রশিক্ষণের মধ্য দিয়ে অংশগ্রহনকারী গণ পুষ্টি বিষয়ে বিশদ ধারনা অর্জন করবেন এবং অর্জিত জ্ঞান তাদেও কর্মজীবনে কাজে লাগিয়ে এলাকার জনসাধারনের সুচিকিৎসায় ব্যবহার করতে সক্ষম হবেন।
আনন্দবাজার/শাহী/শাহিন