ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কোহলিদের টিম থেকে সরে আসল ৪ কোম্পানি

আইপিএলের আয়োজনের পরও ভারতীয় ক্রিকেট বোর্ডের দুঃসময় যেন কাটটেই চাচ্ছেনা। বিরাট কোহলির টিম ইন্ডিয়ার পোশাক সরবরাহকারী হিসেবে যে চারটি কোম্পানি দরপত্র তুলেছিল নাইকি, অ্যাডিডাস, পিউমা ও ড্রিম ইলেভেন। তারা জানিয়েছে, আপাতত এই দৌড়ে থাকতে চাইছে না।

আইপিএলের সূচি ঘোষণা করতে গিয়ে কর্তারা যখন হিমশিম খাচ্ছেন, তখনই এ খবর দিয়ে তাদের আরও চিন্তা বাড়িয়ে দিল । মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অন্য কোনও কোম্পানি এগিয়ে আসেনি। ম্যাচ পিছু ৮৫ লক্ষ টাকা দিতে অপারগ হওয়ায় নাইকি সরে যাওয়ার কথা বলেছিল। বাজার খারাপ, এই যুক্তি মেনে নিয়ে বোর্ড ম্যাচ পিছু টাকার অঙ্ক ৬৫ লাখে নামিয়ে এনেছিল।

গত ৬ মাসে এই ৪টি কোম্পানির বিক্রিবাট্টার ছবিটা নেহাতই অমলিন। কোম্পানি চালানোর খরচ সামলাতে যখন তারা হিমশিম খাচ্ছে, তখন টিম ইন্ডিয়ার জার্সি সরবরাহ করার ব্যাপারে তাদের নিজেদের উৎসাহিত করা সম্ভব নয়। আইপিএলের শেষেই বিরাটদের যেতে হবে অস্ট্রেলিয়ায়।‌ ওই সফরের জন্য কি কোনও সংস্থা এগিয়ে আসবে?‌

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন