শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অস্থির কাঁচা মরিচের বাজার, কেজিতে বেড়েছে ৩০ টাকা

কমছেই না কাঁচা মরিচের বাজারের অস্থিরতা। দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা। গত ২৭ আগস্ট ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ ১৩০ থেকে ১৩৫ টাকা বিক্রি হলেও গতকাল ২৯ আগস্ট বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৬৫ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম সাধারণের নাগালের মধ্যে রাখতে বেশ কিছুদিন ধরেই হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। তবে সম্প্রতি ভারতে বন্যা হওয়ায় নাগপুর, গুলডাঙ্গা অঞ্চলে কাঁচা মরিচের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে শুধু বিহার অঞ্চল থেকে কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে।

তিনি আরও বলেন, ভারতের বিভিন্ন অঞ্চলেও ওই স্থান থেকে কাঁচা মরিচ সরবরাহ করা হচ্ছে। এছাড়া গত শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে আমদানি-রফতানি বন্ধ ছিল, যার কারণে দেশের বাজারে সরবরাহ কমায় দাম বেড়েছে। এছাড়াও আজ রবিবার আশুরার ছুটিতে আমদানি-রফতানি বন্ধ থাকবে, গতকাল বাজারে এর প্রভাবও ছিল।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  পানির নিচে আমন ক্ষেত, আবাদ ব্যাহতের শঙ্কা

সংবাদটি শেয়ার করুন