সম্প্রতি নদী ভাঙ্গনে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সরকারী অর্থায়নে ঘর-বাড়ি তৈরী করে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বন্যার মৌসুম শেষ হলেই এ কার্যকম শুরু করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। তিনি ২৭ আগস্ট বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে পচানালা খালে ফলজ বৃক্ষরোপন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ড আয়োজিত বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদুল ইসলাম, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমান, সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল সরকারসহ পানি উন্নয়ন বোর্ডের নীলফামারী অঞ্চলের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
বৃক্ষরোপন অনুষ্ঠানে সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের সহধর্মিনী মিসেস তৌফিকা আহমেদ উপস্থিত থেকে একটি ফলজ গাছের চারা রোপন করেন। পরে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগন্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদেলও সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ড চত্ত্বরে একটি জলপাই গাছের চারা রোপন করেন।
আনন্দবাজার/এইচ এস কে/ এস এ এম