ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের পুরস্কৃত করেছেন জিয়াউর রহমান

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিদেরকে জিয়াউর রহমান আশ্রয় প্রশ্রয় দিয়ে দেয়ার পাশাপাশি পুরস্কৃতও করেছেন। তাদেরকে বিদেশে বাংলাদেশী দূতাবাসে চাকরি দিয়েছেন। একে একে আত্মস্বীকৃত সেসব খুনিদের ফাঁসির রায় ঘোষণা করেছে আদালত।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার খুনিদের ফাঁসির রায় কার্যকর করছেন। বিদেশে আত্মগোপনে থাকা আসামিদেরকে সেদেশের সরকারের সহায়তায় খু্ঁজে এনে রায় কার্যকর করা হচ্ছে। দন্ডপ্রাপ্ত অপর খুনিদের ফাঁসি কার্যকর এখন সময়ের ব্যাপার মাত্র।

আজ ২৭ আগষ্ট বিকালে নগরীর শেরশাহ কলোনি শহীদ মিনার চত্বরে বায়েজিদ থানা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নগরের বায়েজিদ থানা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ও জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মাসুদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, বায়েজিদ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল নবী লেদু, জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ আহমদ চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় যুবলীগ সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফি, জালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকমান হাকিম কুতুবী, নাজিম উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল কুদ্দুস বাপ্পী, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, নগর যুবলীগ নেতা মাহবুব আলম রিপন, বায়েজিদ থানা আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো সালাউদ্দিন, জেলা বাস্তুহারা লীগ সহসভাপতি সেলিম রেজা, ওয়ার্ড যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শাগজাহান মিয়া, মো বাদল, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন, চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট সাবেক ছাত্রলীগ নেতা ইমরান হোসেন, সাবেক জিএস মো শিবলু ও সাবেক এজিএস তানভীর হোসেন প্রমূখ।

আনন্দবাজার/শাহী/মতিন

সংবাদটি শেয়ার করুন