ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে প্রথম ২০ হাজার কোটি ডলারের মালিক জেফ বেজোস

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাসের মধ্যেও সম্পদ বেড়েই চলেছে বিশ্বের শীর্ষ ধনী অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের। এবার বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ২০০ বিলিয়ন (২০ হাজার কোটি) ডলারের মালিক হয়ে নতুন রেকর্ড গড়লেন তিনি।

জানা গেছে, গতকাল বুধবার অ্যামাজনের শেয়ারের দর ২ শতাংশ বৃদ্ধির ফলে ৫৬ বছর বয়সী এ ব্যবসায়ীর সম্পদ বেড়েছে প্রায় ৪৯০ কোটি ডলার। এতে প্রথমবারের মতো তার মোট সম্পদের পরিমাণ ২০ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে।

বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদের হিসাব রাখা মার্কিন সাময়িকী ফোর্বস জানায়, বেজোসের আগে কেউই ২০ হাজার কোটি ডলারের মাইলফলক স্পর্শ করতে পারেননি।

ফোর্বস জানায়, মুদ্রাস্ফীতির হিসাব ধরলেও তাদের হিসাবমতে এযাবৎকালের সর্বোচ্চ ধনী জেফ বেজোসই। এদিক থেকে তার যথাসম্ভব কাছাকাছি পৌঁছেছেন বিশ্বের প্রথম সেন্টিবিলিয়নিয়ার (১০০ মিলিয়ন ডলারের মালিক) বিল গেটস। ১৯৯৯ সালে মাইক্রোসফট যখন সম্পদের শিখরে পৌঁছেছিল, তখন বিল গেটসের সম্পদ ১০ হাজার কোটি ডলার ছিল। বর্তমান সময়ের সঙ্গে তুলনা করলে সেই সময় মোটামুটি ১৫ হাজার ৮০০ কোটি ডলারের মালিক হতেন তিনি।

করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষজন ঘরে বসে কেনাকাটা বাড়িয়ে দিয়েছে। এতে লাভের পাহাড়ে চড়ে বসেছে ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। জানা যায়, চলতি বছরের শুরুর তুলনায় বর্তমানে তাদের শেয়ারের দর বেড়েছে অন্তত ৮০ শতাংশ। চলতি বছরের জানুয়ারির ১ তারিখে জেফ বেজোসের মোট সম্পদ ছিল ১১ হাজার ৫০০ কোটি ডলার। এর মাত্র আট মাসে অ্যামাজনের ১১ শতাংশ শেয়ারের মালিকানা সত্ত্বেও তার সম্পদ বেড়েছে প্রায় নয় হাজার কোটি ডলার। অ্যামাজনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট, অ্যারোস্পেস কোম্পানি ব্লু অরিজিনের মালিকানাসহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে জেফ বেজোসের।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন