ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনের আগ দিয়ে পদত্যাগের ঘোষণা ট্রম্পের উপদেষ্টার

পদত্যাগের ঘোষণা দিয়েছেন হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী কেলিয়ান কনওয়ে। চলতি মাসের শেষের দিকে ইস্তফা দেবেন তিনি। সন্তানদের সময় দেয়ার জন্যই এ সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন তিনি।

কেলিয়ান কনওয়ে হোয়াইট হাউসে চার বছর দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রে সফলভাবে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা পরিচালনাকারী প্রথম নারী ছিলেন তিনি। ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের জয়ের পিছনেও রয়েছে তার ভূমিকা।

হোয়াইট হাউসে সিনিয়র কা্উন্সিলর হিসেবে দায়িত্ব পালনের সময় কনওয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক উপদেষ্টার কাজ করেছেন। কনওয়ের স্বামী রিপাবলিকান পলিটিক্যাল অ্যাকশন কমিটি দ্য লিংকন প্রজেক্ট-এর সহ-প্রতিষ্ঠাতা। ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের প্রার্থিতা ঠেকিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিল ওই কমিটি।

আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এর ঠিক আগ মুহূর্তে পদত্যাগের প্রসঙ্গে কনওয়ে জানান, পুরোপুরিভাবে নিজের ইচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, সময় হলেই ভবিষ্যত পরিকল্পনার কথা জানাবেন। গত চার বছর আমার জন্য কতটা আশির্বাদপুষ্ট ছিল তা বলার অপেক্ষা রাখে না। জর্জ ও আমার মধ্যে প্রচুর মতানৈক্য রয়েছে। তবে যা কিছুই হোক না কেন, সন্তানদের প্রশ্নে আমরা অবিভক্ত।

কনওয়ে আরও বলেন, আমাদের চার সন্তান কিশোর বয়সী এবং জমজ। তারা মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষ শুরু করতে যাচ্ছে। অন্তত কয়েক মাস বাড়ি থেকে তাদেরকে এ শিক্ষা কার্যক্রম চালাতে হবে। দেশের লাখ লাখ মা-বাবাই জানেন যে বাচ্চারা যখন বাড়ি থেকে ক্লাস করছে তখন তাদের প্রতি বাড়তি মনযোগ দিতে হয়, দেখে রাখতে হয়; যা এ মুহূর্তে আমি করতে পারছি না।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন