শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

১৬ শর্তে খুলছে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো 

দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর চট্টগ্রামের জেলা প্রশাসন ১৬টি শর্তে চিড়িয়াখানাসহ অন্যান্য সকল বিনোদন কেন্দ্র আগামীকাল শনিবার খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এ বছরের ১৮ মার্চ থেকে বিনোদন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়।

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গঠিত ‘চট্টগ্রাম জেলা কমিটির’ এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কমিটির সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়। ১৬টি শর্তে আগামী শনিবার থেকে বিনোদন কেন্দ্রগুলো খোলার অনুমতি দেয়া হয়েছে। করোনা সংক্রমণ ক্রমাগত কমতির দিকে থাকায় চিড়িয়াখানাসহ বিনোদন কেন্দ্রগুলোর ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছি।

তবে স্বাস্থ্যবিধি মেনেই দর্শনার্থীদের বিনোদন কেন্দ্রে যেতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশে চলতি সালের ৮ মার্চ সর্বপ্রথম করোনা শনাক্ত হয়। ওই দিন তিনজন ব্যক্তির শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সরকার ১৬ মার্চ দেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  গাজীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন

সংবাদটি শেয়ার করুন