ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তান সফরে যেতে চায় জো রুট

ইংল্যান্ড টেস্ট অধিনায়ক জো রুট পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। আইসিসির সূচি অনুসারে, ২০২২ সালের শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে ইংল্যান্ডের। আর ওই সিরিজ নিয়েই এখন বেশ আলোচনা হচ্ছে। 

২০২২ সালে ইংল্যান্ড দলের নির্ধারিত পাকিস্তান সফরে আসা উচিত বলে মনে করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও দেশটির সাবেক খেলোয়াড়রা। ইতোমধ্যে পাকিস্তান সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড। তবে এবার এই তালিকায় যোগ দিলেন ইংলিশ অধিনায়ক রুট।

ইংলিশ অধিনায়ক বলেন, আমি পাকিস্তান সফরে যেতে চাই। তবে সবকিছু নির্ভর করছে আমাদের বোর্ডের সিদ্বান্তের উপর।

তিনি বলেন, পাকিস্তান সফরে যেতে পারলে আমার কাছে খুব ভালো লাগবে। সেখানে গিয়ে খেলতে পারাটা আমার জন্য দারুণ এক সুযোগ। কিন্তু এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার না, এটি বোর্ডই সিদ্বান্ত নিবে। কিন্তু আমার মনে হচ্ছে বেড়ানো ও খেলার জন্য পাকিস্তান দারুণ একটা জায়গা।

২০০৫-২০০৬ মৌসুমের পর আর পাকিস্তান সফর করেনি ইংল্যান্ড। ২০০৯ সালে সফররত শ্রীলংকার খেলোয়াড়দের বহনকারী বাসে উপর সন্ত্রাসী হামলা করেছিল পাকিস্তানের জঙ্গিরা। এরপর থেকেই পাকিস্তান সফর করা বন্ধ করে খেলুড়ে দেশগুলো। তবে সেই শ্রীলংকা গত বছরের অক্টোবরে পাকিস্তান সফরে গিয়েছিল।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন