শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

লেবাননে ৫০ হাজার টন আটা পাঠাবে ডব্লিউএফপি

লেবাননের বৈরুতে ৫০ হাজার টন গমের আটা পাঠানোর ঘোষণা দিয়েছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)। বৈরুতে বিস্ফোরণের ঘটনায় দেশটিতে মজুদ করা খাদ্যশস্যের ৮৫ শতাংশ ধ্বংস হয়ে যাওয়ায় প্রাথমিকভাবে খাদ্য সহায়তার এই ঘোষণা দিল সংস্থাটি।

জাতিসংঘের অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউমেনিটারিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণের পর জাতীয় খাদ্যশৃঙ্খল ধরে রাখতে ও সম্ভাব্য খাদ্য সংকট এড়ানোর জন্য লেবাননের জনগণকে সহায়তার অংশ হিসেবে গমের আটা দেয়া হচ্ছে। ১৭ হাজার ৫০০ টনের প্রাথমিক চালানটি আগামী ১০ দিনের মধ্যে বৈরুত বন্দরে পৌঁছতে পারে। সহায়তার বাকি খাদ্যপণ্য পরবর্তী এক মাসের মধ্যে পর্যায়ক্রমে দেশটিতে পাঠানো হবে।

বৈরুত বন্দরসংলগ্ন জায়গায় দেশটির একমাত্র সরকারি খাদ্যগুদামটি ছিল। বিস্ফোরণে তা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে লেবাননের মজুদ করা খাদ্যশস্যের ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। দেশটির হাতে এখন যে পরিমাণ খাদ্যশস্য মজুদ আছে তা দিয়ে সর্বোচ্চ এক মাস জনগণের মুখে খাবার তুলে দেয়া সম্ভব হবে।

এ পরিস্থিতিতে লেবাননের জনগণের জরুরি ভিত্তিতে খাদ্যসহায়তার প্রয়োজন দেখা দিয়েছে। বাংলাদেশসহ অনেক দেশ খাদ্যসহায়তা নিয়ে লেবাননের পাশে দাঁড়িয়েছে। এ সহায়তার অংশ হিসেবে দেশটিতে পারবর্তী এক মাসের মধ্যে ৫০ হাজার টন গমের আটা পাঠাচ্ছে ডব্লিউএফপি।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  লেবানন : কারাগার ভেঙে পালিয়েছে ৬০ বন্দি

সংবাদটি শেয়ার করুন