ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ড্রাগন চাষে বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সাফল্য

সম্প্রতি পরীক্ষামূলক ভাবে বারি-১ জাতের ড্রাগন চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছে বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র। দক্ষিণাঞ্চলের মাটি ও আবহাওয়া চাষাবাদের উপযোগী বিদেশী জাতের বারি-১ ড্রাগন এখন কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তারা।

 জানা গেছে, একবার চারা রোপন করলে টানা ২০ থেকে ৩০ বছর ফলন পাওয়া যায় বারি-১ জাতের ড্রাগনের।

এই ব্যাপারে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, বারি-১ জাতের ড্রাগন বরিশালের মাটিতে চাষের জন্য বেশ উপযোগী। আবহাওয়াও অনুকূলে। পরীক্ষামূলক চাষ সফল হয়েছে। এখন কৃষক পর্যায়ে ড্রাগন চাষ ছড়িয়ে দেয়ার কার্যক্রম হাতে নিয়েছেন।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন