রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডে করোনা রোগী শনাক্ত হয়নি টানা ১০০ দিন

টানা ১০০ দিন নিউজিল্যান্ডে নতুন করে কোনও করোনা রোগী শনাক্ত হয়নি। দেশটির স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালইক অ্যাশলি ব্লুমফিল্ড এই বিষয়টিকে উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখছেন।অ্যাশলি ব্লুমফিল্ড বলেন, ১০০ দিন করোনার সংক্রমণ না থাকা একটি উল্লেখযোগ্য মাইলফলক। তবে এতে আমাদের আত্মতুষ্ট হওয়া যাবে না।

নিউজিল্যান্ডে এখন ২৩ জন করোনা রোগী রয়েছেন বলে জানা গেছে। জানা যায়, সীমান্ত দিয়ে দেশটিতে প্রবেশ করার সময় এদের দেহে করোনা শনাক্ত হয়। তারপর ওইসব করোনা রোগীদেরকে আইসোলেশনে পাঠানো হয়।

এখন পর্যন্ত নিউজল্যান্ডে ১ হাজার ২১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন।

এর আগে গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছিল। এবং গত ১ মে দেশটিতে সর্বশেষ করোনা রোগী শনাক্ত করা হয়।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  'খুবই বাজে একটা রোগ করোনা'

সংবাদটি শেয়ার করুন