ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত বাংলাদেশের চার ফুটবলার

সামনেই ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাই পর্বের লড়াই। এ মাসেই শুরু হবে প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন। এর আগেই এলো দুঃসংবাদ। ক্যাম্প শুরু করার আগেই করোনায় আক্রান্ত হলেন জাতীয় দলের চার ফুটবলার।

প্রথম ধাপে ক্যাম্পে যোগ দিতে বলা হয় ১২ ফুটবলারকে। এই ১২ জনের মধ্যেই করোনায় পজিটিভ চারজন। তবে এর মধ্যে আগেই আক্রান্ত ছিলেন বিশ্বনাথ ঘোষ। নতুন করে আক্রান্ত হয়েছে এমএস বাবলু, নাজমুল ইসলাম রাসেল ও সুমন রেজা।

জানা যায়, আগামী ৭ আগস্ট থেকে গাজীপুরে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ফুটবল দল। করোনাভাইরাস সতর্কতার জন্য ডাক পাওয়া ৩৬ ফুটবলারকে তিন ধাপে ক্যাম্পে যোগ দিতে বলল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এদের মধ্যে প্রথম ধাপে রিপোর্ট করতে বলা হয়েছে ১২ ফুটবলারকে। তারা সবাই করোনা পরীক্ষা শেষে রিপোর্ট জমা দিয়েছেন। শুরুতে শুধুমাত্র বিশ্বনাথ আক্রান্ত ছিলেন। এবার যুক্ত হলো আরও তিন জনের নাম।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন