শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভোলায় উত্তাল মেঘনা, ভেসে গেছে ফেরিঘাট

আজ দুপুরের পর থেকে ভোলায় বেড়ে যায় ঘূর্ণি দমকা বাতাসের গতি। মেঘনার একের পর এক উত্তাল ঢেউ আঁচড়ে পড়ায় বুধবার (৫ আগস্ট) ইলিশা ফেরিঘাট, লঞ্চঘাট ভেসে গেছে। এবং ওই এলাকা তলিয়ে গেছে। এছাড়া ধনিয়া, তুলাতুলি, ইলিশা, রাজাপুর এলাকার শহর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। ভয়াবহ ভাঙন শুরু হয়েছে রাজাপুর জোরখালেও।

জানা যায়, ফেরিঘাট ভেসে যাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এতে আটকা পড়েছে ঢাকা ও চট্টগ্রামগামী কয়েক হাজার মানুষ।

এদিকে দুপুরে ৪টি ট্রলার ডুবে গেছে। এর মধ্যে দুইটি ট্রলার থেকে ১৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভোলার ইলিশা ও তুলাতুলি এলাকায় নদীর পাড় এলাকায় আরও দুটি ট্রলার ডুবে গেছে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মান্নান জানিয়েছেন, শহর তলির তুলাতলি এলাকায় শহর রক্ষা বাঁধের উপর মেঘনার ঢেউ আঁচড়ে পড়ছে। বাঁধ রক্ষায় তারা কাজ করছেন। তুলাতুলির বাঁধের উপরের একটি ওয়ার্কশপ ভাসিয়ে নিয়ে গেছে।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  আমতলী-তালতলী সড়ক যেন মরন ফাঁদ

সংবাদটি শেয়ার করুন