ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁ-৬ উপনির্বাচনে এমপি পদপ্রার্থী বিপ্লবের গনসংযোগ

নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর) আসনে উপনির্বাচনে এমপি পদপ্রার্থী হিসাবে আত্রাই উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব গনসংযোগ করেছেন। বুধবার সকালে তার নিজ গ্রাম জাতআমরুল হতে আহসানগঞ্জ রেল স্টেশন পর্যন্ত দলীয় নেতাকর্মী  এবং ভোটারদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিক এ গনসংযোগ শুরু করেন তিনি।

আহসানগঞ্জ স্টেশনে সংক্ষিপ্ত এক বক্তৃতায় তিনি বলেন, আমার বড়ভাই প্রয়াত সিদ্দিকুর রহমান রাজা আত্রাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি হিসাবে যখন জনপ্রিয় হয়ে উঠলেন। এমপি পদপ্রার্থীর মনোনয়নে সৎ ও কর্মঠ হিসেবে সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়লে শান্তি ও উন্নয়নের ধারা ব্যাহত করতে এক শ্রেণীর স্বার্থনেসি মহল ১৯৯৯ সালে ৩০ শে মার্চ তাঁকে হত্যা করেন।

তিনি আরও বলেন, ভাইয়ের স্বপ্নের আত্রাই -রাণীনগর বিনির্মানে শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রেখে পরিচ্ছন্ন রাজনীতির ধারা ফিরে এনে মাননীয় প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালি করতে অঙ্গীকার করছি।

উল্লেখ্য গত ২৭ জুলাই ঢাকার স্কায়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এমপি ইসরাফিল আলম মৃত্যু বরণ করায় এ আসন শূণ্য হয়।

আনন্দবাজার/ডব্লিউ এস/এন এইচ

সংবাদটি শেয়ার করুন