ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তের নাগর নদী থেকে মো. মামুন (২১) নামের এক বাংলাদেশির মৃতদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। নিহত মামুন ওই উপজেলার আমজানখোর ইউনিয়নের পশ্চিম হরিণমারি ঠক বস্তি এলাকার মো. সাদেকের ছেলে।
সোমবার সকালে স্থানীয়রা রত্নাই সীমান্তের নাগর নদীতে মামুনের মৃতদেহ দেখতে পেয়ে বিজিবি ও পুলিশকে খবর দেয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: শহিদুল ইসলাম জানান, মামুনের শরীরে কোন গুলির চিহ্ন বা ক্ষত পাওয়া যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, সীমান্তে গুলি, হত্যা ও নির্যাতন বন্ধে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পত্র দেয়া হয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস/এস এম