ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপদ সড়ক আন্দোলনের ২য় বর্ষপূর্তিতে চাঁদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

২০১৮ এর নিরাপদ সড়ক আন্দোলনের ২য় বর্ষ পূর্তিতে নিরাপদ সড়ক আন্দোলনকারীদের সমন্বিত প্লাটফর্ম নিসআ এর চাঁদপুর জেলা শাখা থেকে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।

উক্ত কর্মসূচীতে জেলা শাখার সমন্বয়ক এ কে আবিদ ও জেলার শাখা সদস্য মাহমুদুল হাসান, সামিউল প্রধান, মেহেদী হাছান নাহিদ, মাহবুব আদনান, শেখ রুবেল, সাদ্দাম,  মোজ্জামেল ও আরো অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৮ এর নিরাপদ সড়ক আন্দোলনের ৯ দফা দাবির পূর্ণ বাস্তবায়ন ও দেশে নিরাপদ সড়ক বিনির্মানের জন্য নিসআ কাজ করে যাচ্ছে। আন্দোলনের ২য় বর্ষপূর্তিকে ঘিরে এর আগেও ঢাকা, চট্টগ্রাম, গাজিপুর, ফেনী, সুনামগঞ্জ, লক্ষীপুর, বাগেরহাট প্রভৃতি জেলায় আন্দোলনকারীরা সংবাদ সম্মেলন, সড়ক নিরাপত্তাবিষয়ক জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও ৯দফা দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন, সড়কহত্যায় নিহত রাজিব-দিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মাহফিল ইত্যাদি কর্মসূচি পরিচালনা করা হয়।

আনন্দবাজার/শাহী/দীপ্ত

সংবাদটি শেয়ার করুন