পৃথিবীর সবচেয়ে সুন্দর হাতের লেখার অধিকারী নেপালের অধিবাসী প্রকৃতি মাল্লা। তার হাতের লেখা এমএস ওয়ার্ডের চেয়েও বেশি সুন্দর বলে বিবেচিত হয়েছে। এমন নিপুন হাতের লেখা দেখে বিষ্ময় প্রকাশ করছেন অনেকেই।
জানা যায়, হাতের লেখার জন্য বিশ্ববিখ্যাত প্রকৃতি মাল্লা সৈনিক আওয়াসিয়া মহাবিদ্যা স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী। সম্প্রতি একজন তার হাতের লেখার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে কিছুদিনের মধ্যে সারা বিশ্বে তার হাতের লেখা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়।
প্রকৃতি মাল্লার হাতের লেখা দেখলে মনে হয় কম্পিউটারের ফন্ট। তার লেখার মাঝখানের ফাঁকা জায়গা সবগুলো সমান। লিপিবিদ্যার নতুন একটি উচ্চতা সৃষ্টি করেছে প্রকৃতি মাল্লা।
এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলেন, তার লেখা নিখুঁতের প্রায় কাছাকাছি। এ কারণে তার হাতের লেখা নেপালের সবচেয়ে সেরা।
অসাধারণ হাতের লেখার জন্য নেপালি সশস্ত্র বাহিনী থেকে তাকে পুরস্কৃত করা হয়। হাতের লেখার জন্য প্রকৃতি মাল্লা এখন এখন সারা বিশ্বে জনপ্রিয়। এখন মানুষ তার লেখা পড়তে বেশ আগ্রহী।
আনন্দবাজার/টি এস পি