বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে বন্ধ থাকবে করোনার দুই হটলাইন

কোরবানির ঈদ উপলক্ষে বন্ধ থাকবে জাতীয় কল সেন্টার (৩৩৩) ও স্বাস্থ্য বাতায়নের (১৬২৬৩) হটলাইন সেবা। তবে ঠিক কতোদিন বন্ধ থাকবে তা এখনও জানা যায়নি। কিন্তু ৩১ জুলাই থেকে সর্বদা খোলা থাকবে আইইডিসিআরের হটলাইন নম্বর ১০৬৫৫।

আজ বৃহস্পতিবার করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস শনাক্তের জন্য ১২ হাজার ৯৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ৬৪ হাজার ৩৬৫ জন । নতুন পরীক্ষা করা নমুনায় মধ্যে আরও ২ হাজার ৬৯৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৩৪ হাজার ৮৮৯ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪৮ জনের। ফলে ভাইরাসটিতে মোট মারা গেলেন ৩ হাজার ৮৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৬৬৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩২ হাজার ৯৬০ জন।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  মিয়ানমারে ফের গোলাগুলি আতঙ্কিত সীমান্তের বাসিন্দারা

সংবাদটি শেয়ার করুন