ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে বান কি মুনের ফোন, আগামী সিভিএফ সম্মেলন ঢাকায়

সম্প্রতি সারাবিশ্বে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জোট ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) আগামী সম্মেলন মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশে হবে বলে জানিয়েছেন ফোরামের প্রেসিডেন্ট বান কি মুন।

গতকাল বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে জাতিসংঘের সাবেক মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম উক্ত বিষয়টি নিশ্চিত করে জানান, সিভিএফ সম্মেলন ছাড়াও বিভিন্ন বিষয়ে বান কি মুনের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রায় ১২ মিনিটের মতো কথোপকথন হয়।

প্রেস সচিব আরও জানান, সিভিএফ সম্মেলন সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে। প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করবেন এবং বান কি মুন সেখানে ভার্চুয়ালি যোগ দেবেন।

উল্লেখ্য, কথোপকথন চলাকালীন সময়ে, বিশ্বব্যাপী চলমান মহামারি করোনাভাইরাস ও সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবিলায় বান কি মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন বলেও জানান প্রেস সচিব।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন