ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিষাক্ত ইনজেকশন প্রয়োগে মারা হবে মাদক ব্যবসায়ীদের

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে ক্ষমতায় আসার পর থেকেই মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন। এবার মাদক ব্যবসায়ীদের রুখতে ব্যবসায়ীদের শরীরে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে মেরে ফেলার শাস্তি পুনর্বহাল করার কথা ভাবছেন তিনি। গতকাল সোমবার এমন ইঙ্গিত দুর্দাতে।

রদ্রিগো দুর্তাতে বলেন, মাদক সংক্রান্ত অপরাধের জন্য বিষাক্ত ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড দেয়ার অ্যাক্ট ২০০২ আবার দ্রুত পুনর্বহাল করতে চাই আমি।

জানা যায়, মাদকের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য সরকারকে সমালোচনা করে আসছে জাতিসংঘসহ বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো।

সমালোচনার জবাবে এবং মাদকবিরোধী অভিযানের যৌক্তিকতা দেখিয়ে বলেন দুর্তাতে বলেন, অবৈধ মাদক, সন্ত্রাসবাদ, দুর্নীতি ও অপরাধী কার্যক্রম থেকে মুক্ত হওয়াটাই এক ধরনের মানবাধিকার।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন