ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় দুই বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন কাজী অনিক। প্রথম শ্রেণির এই ক্রিকেটারকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০১৮ সালের জাতীয় ক্রিকেট লিগে কাজী অনিক নিষিদ্ধ মাদক গ্রহণ করেছিলেন। ওই মৌসুমে ঢাকা মেট্টোর হয়ে খেলা অনিককে চট্টগ্রাম বিভাগের বিপেক্ষে ম্যাচের পরে ৬ নভেম্বর ডোপ পরীক্ষার জন্য নমুনা দিতে বলা হয়। এরপরই পরীক্ষায় তার শরীরে ওয়াডা কর্তৃক নিষিদ্ধ ‘মেথামফেটামিন’ ওষুধের উপস্থিতি পাওয়া যায়। ফলাফল পাওয়ার পর কাজী অনিক তার দোষ স্বীকার করে নেন।
২১ বছর বয়সী অনিক প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ উইকেট শিকার করেছেন মাত্র ৪ ম্যাচ খেলে। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৬ ম্যাচে নিয়েছেন ৪১ উইকেট। আর টি-টেয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৯ ম্যাচে তার সংগ্রহ ১১ উইকেট। এ ছাড়া ২০১৮ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছিলেন অনিক।
নিষেধাজ্ঞা শেষে ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি তিনি ফিরতে পারবেন প্রতিদ্বন্দ্বিতামুলক ক্রিকেটে।
আনন্দবাজার/ডব্লিউ এস