ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সড়কে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, দেখার কেউ নেই

শ্রীপুরের বরমীতে বরকুল মাঝিপাড়া ও গুলাঘাট এলাকার সংযোগ সড়কটিতে প্রায় ১৫ দিন ধরে পানির নিচে তলিয়ে আছে। এই সড়ক দিয়ে এলাকার জনসাধারণ সহ স্কুল কলেজগামী শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন শ্রেণীর লোকজন চলাচল করে। কর্তৃপক্ষের অবহেলা ও সমন্বয়হীনতায় জলাবদ্ধতা নিরসনে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

বিকল্প রাস্তা দিয়ে নিত্যপ্রয়োজনীয় কেনাকাটায় বরমী বাজারে যেতে চাইলে জনসাধারণকে তিন কিলোমিটার ঘুরতে হয়। সরেজমিনে দেখা যায়, রাস্তায় কোথাও হাঁটুজল, কোথাও কোমর পানি। প্রতি বছরই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

বরকুল গ্রামের রুবেল মিয়া জানান, ১৫০টি পরিবারের প্রায় ৫০০ মানুষ চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন। দেখার যেন কেউ নেই।একজন বৃদ্ধ বলেন, কিছুদিন আগে রাস্তাটি ইটের সলিং করা হয়েছিল। কিন্তু মাটি দিয়ে উঁচু না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

ইউপি মেম্বার জাকির হোসেন জানান, গ্রামবাসী সাবেক মেম্বারের মাধ্যমে নৌকা অথবা একটি সাঁকোর ব্যবস্থা করতে বলেছিলেন। আমি অতি দ্রুত চেয়ারম্যানের সাথে কথা বলব।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বাদল সরকারের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সংযোগ বন্ধ পাওয়া যায়।

আনন্দবাজার/শাহী/মহী

সংবাদটি শেয়ার করুন