শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

লেখক নাকি রেডিও জকি!

রাত জেগে এফ.এম শোনা মানুষগুলোর কাছে চেনা নাম “আর’জে হ্যাভেন৷” ৯৬.৪ স্পাইস এফ.এমের জনপ্রিয় এই কথাবন্ধু রাত জেগে আড্ডা দেন শ্রোতাদের সাথে৷
হ্যাঁ! একদম ঠিক ধরেছেন। এত এত সোশাল মিডিয়ার নানান রকম ঝামেলা থেকে মুক্তি পেতে রাত হলেই যারা কানে এয়ারফোন গুঁজে টিউন করেন স্পাইস এফ.এম, তাদের মনের কথা শুনেন এবং সমানতালে উত্তর দিয়ে যান এই কথা বন্ধু তার জনপ্রিয় শো’তে।

রাতের বেলার এই তরুণ রেডিও জকি কিন্তু দিনের বেলায় পুরোদস্তুর আইনজীবী (জুনিয়র)। প্রতিদিন ১০-৬ টা সহযোগী আইনজীবী হিসেবে কাজ করেন একটি ল’ ফার্মে৷
সন্ধ্যা ৬ টায় চেম্বার থেকে বের হয়েই চলে যান রেডিওতে।সেখানে রেডিও শো চলে রাত ১টা পর্যন্ত। সপ্তাহে সাধারণত দু থেকে তিনটা শো করেন তিনি।

কথাবন্ধু কিংবা আইন পেশার বাইরেও আরেকটা পরিচয় আছে এই মানুষটার। ২০১৯ এবং ২০২০ বইমেলায় ‘অসমাপ্ততা’ (গল্পসমগ্র) এবং ‘অনিকেত প্রান্তর’ (উপ্পন্যাস) নামে দুটো বই প্রকাশিত হয়েছে তার। পেয়েছেন পাঠকের ইতিবাচক সাড়া৷

২০১৭ সালে আইন বিষয়ে স্নাতকোত্তর পাশ করা মানুষটি ক্যারিয়ারের শুরুতেই কেন এত কিছুর সাথে সম্পৃক্ত হয়েছেন জানতে চাইলে তার মজার উত্তর, ‘রেডিও কিংবা লেখালিখির জগতে দীর্ঘদিন টিকে থাকতে চাইলে শিকড় ছড়িয়ে শক্ত-পোক্তভাবে থিতু হতে হয়। এজন্যেই মাল্টি-টাস্কিং করে থিতু হওয়ার চেষ্টা করছি।’

দীর্ঘদিন কাজ করে মানুষের ভালবাসায় ডুবে থাকতে চাওয়া মানুষটি কতদূর এগিয়ে যাবেন তা হয়তো এখনই বলা মুশকিল। তবে ক্যারিয়ারের শুরুতেই যেভাবে শ্রোতা কিংবা পাঠকের নজর কেড়েছেন তিনি, তা কিন্তু সত্যিই বেশ আশা জাগানিয়া৷

আরও পড়ুনঃ  ছোটো পর্দায় ব্যাস্ত সময় পার করছে অভিনেতা রিজন আহমেদ

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন