গাজীপুর সিটি কর্পোরেশনের সাতাইশ রোড গাজীপুরা এলাকায় স্থানীয় অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (২১ জুুলাই) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসন। গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, গাজীপুরা সাতাশ রোড এলাকার ডেন্টি ফুড নামে একটি খাদ্যদ্রব্য উৎপাদনকারী বেকারী প্রতিষ্ঠান নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট, টোস্ট, চানাচুর, লাড্ডুসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য অননুমোদিত উপকরণ ব্যবহারের মাধ্যমে উৎপাদন ও বিক্রি কর আসছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাদের পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় ।
এছাড়া একই এলাকায় মিয়াবাড়ী ফার্মেসী নামে একটি ফার্মেসি অনুমোদনবিহীন বিদেশী ঔষধ ও নকল জীবানুনাশক বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ অভিযানে গাজীপুরের সেনেটারী ইন্সপেক্টর, ব্যাটালিয়ন আনসার সদস্যগণ ও পুলিশ সদস্যগণ সহযোগীতা করেন।
অপরদিকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় মঙ্গলবার বিকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বাসি খাবার পরিবেশন, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা না মানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাজী হাফিজুল আমিন। এসময়ে তুরাগ সিএনজি পাম্পে একটি হোটেলকে পাঁচশত টাকা, একটি মুদি দোকানকে এক হাজার টাকা, বটতলায় একটি মুদি দোকানকে পাঁচশত টাকা, উপজেলা পরিষদের সামনে একটি ফার্নিচার দোকানকে এক হাজার টাকা, তানভীর হোটেলকে দুই হাজার টাকা, খান রাধুঁনি হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এছারাও জনসচেতনতার জন্য গোয়ালবাথান, চন্দ্রা, বাড়ইপাড়া, চাতৈল ভিটি, দরবাড়িয়া এলাকা পরিদর্শন করেন কালিয়াকৈর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার কাজী হাফিজুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আব্দুস সাত্তার, কালিয়াকৈর থানার পুলিশ সদস্যরা।
আনন্দবাজার /মিলন