দেশে প্রথমবারের মতো কোন বাণিজ্যিক ব্যাংক, যেকোন সময় যেকোন স্থান থেকে মোবাইল ওয়ালেটের মাধ্যমে ঋণ বিতরণ শুরু করলো। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও চালু হল ডিজিটালি ঋণ বিতরণ সেবা।
প্রাথমিকভাবে একটি পাইলট প্রকল্পের আওতায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত সিটি ব্যাংকের এই ডিজিটাল ঋণ গ্রহণের সুযোগ পাবেন নির্বাচিত সীমিত সংখ্যক বিকাশ অ্যাপ গ্রাহক। আর এ ডিজিটাল ঋণের সুদের হার হবে ৯ শতাংশ।
ডিজিটাল সেবাটি নিয়ে মঙ্গলবার (২১ জুলাই) সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন জানান, সরকারের আর্থিক অন্তর্ভুক্তির কার্যকর সম্প্রসারণের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে ব্যাংক ঋণকে প্রযুক্তির সাহায্যে আরও জনমুখী করতেই এই প্রকল্প হাতে নিয়েছি। আমি বিশ্বাস করি, আজ থেকে চার-পাঁচ বছর পর এই ডিজিটাল ঋণ সেবা বাংলাদেশের অর্থনীতিকে অন্যরকম উচ্চতায় নিয়ে যাবে।
ঋণ পরিশোধের প্রক্রিয়ার বিষয়ে মাসরুর জানান, ঋণ নেওয়ার পর তিন মাসে, সম-পরিমাণ তিন কিস্তিতে একটি নির্ধারিত তারিখে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট থেকে তা স্বয়ংক্রিয়ভাবে পরিশোধিত হয়ে যাবে। পরিশোধের তারিখের আগে গ্রাহক এসএমএস এবং অ্যাপের মাধ্যমে এ সংক্রান্ত একটি নোটিফিকেশন পেয়ে যাবেন।
উল্লেখ্য, সিটি ব্যাংকের এই ডিজিটাল ঋণ গ্রহণকারীরা নিয়মিত ঋণ পরিশোধ করছেন কিনা, তা মূল্যায়ন করা হবে। পরবর্তীতে যেকোন ঋণ প্রাপ্তির ক্ষেত্রেই এই মূল্যায়ন বিবেচিত হবে। কোন গ্রাহক ঋণ পরিশোধে ব্যর্থ হলে বিধিবিধান অনুসারে সিটি ব্যাংক ঋণ খেলাপির তথ্য বাংলাদেশ ব্যাংককে অবহিত করবে।
আনন্দবাজার/তা.তা