পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী,খাবারে ভেজাল ও ক্ষতিকর কেমিক্যাল দ্রবাদি ব্যবহার,স্বাস্থ্যবিধি না মেনে খাবার তৈরী,ময়লা ও দূর্গন্ধযুক্ত খাবার যত্রতত্র ফেলে রাখা,নোংরা মানহীন তেল ব্যবহার করা,খাবারে তেলাপোকার চলাফেরা সহ নানান অনিয়মের অভিযোগে মৌচাক নামে একটি বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাওন।
বুধবার দুপুরে জেলা শহরের ডোকরো পাড়ায় অবস্থিত মৌচাক বেকারীর কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
এ সময় খাবার তৈরীতে কোন স্বাস্থ্যবিধি না মানা, কারখানার ভেতরে স্যাতস্যাতে নোংরা অবস্থা,তেলের বদলে ডালডা ও পাম তেলের ব্যবহার,খাবার রাখার র ্যাগ নোংরা,ইচ্ছানুযায়ী খাবারে মেয়াদ প্রদান সহ নানান অনিয়ম চোখে পড়ে ভ্রাম্যমাণ আদালতের।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাওন জানান, আমরা এই বেকারীর কারখানায় নানান অনিয়ম পেয়েছি। প্রাথমিকভাবে তাদের আমরা সর্তক করে দিয়েছি।পরবর্তীতে তারা একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।সেই সাথে কারখানাটি সীলগালা করে দেয়া হবে।
এসময় ভ্রাম্যমান আদালতের অভিযানে এনএসআই পঞ্চগড় কার্যালয়ের পরিচালক আনোয়ার হোসেন মনির, এনএসআইয়ের সদস্য সহ পঞ্চগড় সদর থানার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/রায়হান