শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭৮ লাখ ৪৯ হাজার মানুষ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ৫৯ হাজারেরও বেশি। এবং মৃতের সংখ্যা ৮১ হাজারেরও বেশি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ৭৮ লাখ ৪৯ হাজার ৩২৬ জন। এবং চিকিৎসাধীন রয়েছে ৫০ লাখ ২৮ হাজার ৬৮৮ জন। করোনাভাইরাসের পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য নিশ্চিত করেছে।

ওয়ার্ল্ডোমিটারের দেওয়া তথ্যানুযায়ী, করোনাভাইরাস থেকে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ১৬ লাখ ১৯৫ জন, ব্রাজিলে ১২ লাখ ১৩ হাজার ৫১২, রাশিয়ায় পাঁচ লাখ ১২ হাজার ৮২৫, ভারতে পাঁচ লাখ ৯৩ হাজার ৮০, চিলিতে দুই লাখ ৮৯ হাজার ২২০, ইরানে দুই লাখ ২৫ হাজার ২৭০, পেরুতে দুই লাখ ২৩ হাজার ২৬১, স্পেনে এক লাখ ৯৬ হাজার ৯৫৮, ইতালিতে এক লাখ ৯৫ হাজার ৪৪১, তুরস্কে এক লাখ ৯৬ হাজার ৭২০, জার্মানিতে এক লাখ ৮৪ হাজার ৫০০, মেক্সিকোতে এক লাখ ৯৩ হাজার ৯৭৬, সৌদি আরবে এক লাখ ৭৭ হাজার ৫৬০, পাকিস্তানে এক লাখ ৭০ হাজার ৬৫৬, দক্ষিণ আফ্রিকায় এক লাখ ৪৬ হাজার ২৮৯, কাতারে এক লাখ এক হাজার ১৬০, বাংলাদেশে এক লাখ তিন হাজার ২২৭, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৬৯৩ এবং ফ্রান্সে ৭৮ হাজার ৫৯৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

এছাড়া কানাডায় ৭২ হাজার ১৭০ জন, সংযুক্ত আরব আমিরাতে ৪৬ হাজার ২৫, কুয়েতে ৪৬ হাজার ১৬১, সিঙ্গাপুরে ৪২ হাজার ৭৩৭, সুইজারল্যান্ডে ২৯ হাজার ৮০০, দক্ষিণ কোরিয়ায় ১২ হাজার ৩৪৮, মালয়েশিয়ায় আট হাজার ৫২৪ জন ও অস্ট্রেলিয়ায় সাত হাজার ৮২৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

আরও পড়ুনঃ  চলে গেলেন অভিনেতা আব্দুল কাদের

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন