খুলনার পাইকগাছায় সম্প্রতি সময়ে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে এবার গৃহ নির্মাণ সামগ্রী হিসাবে ঢেওটিন বিতরণ করেছেন অনির্বাণ লাইব্রেরী।
সোমবার (১৩ জুলাই) বিকাল ৫ টায় মামুদকাটী অনির্বাণ লাইব্রেরীর উদ্দ্যোগে পাইকগাছা ও তালা উপজেলার ৪৩ টি অতিদরিদ্রদের মাঝে ৫৭৬ খান টিন বিতরণ করা হয়েছে। লাইব্রেরীর সভাপতি অধ্যাপক কালীদাশ চন্দ্র চন্দ্রের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথের পরিচালনায় অনুষ্ঠিত টিন বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, লাইব্রেরীর অন্যতম প্রতিষ্ঠা মানিক চন্দ্র ভদ্র, কার্যকরী পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনিছুর রহমান, ইউপি সদস্য কুমারেশ দে, উপজেলা প্রাণীসম্পদ সহকারী কর্মকর্তা কামরুল আবেদিন পিন্টু, আর্কিটেকচার ইঞ্জিনিয়ার মুন তাহানুর জুই, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আকিফ হোসেন, ছাত্র সংসদের সভাপতি বিপ্লব মন্ডল।
টিন বিতরনকালে করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে সবাইকে করোনা স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলার পরামর্শ দেন রাজীব গাঙ্গুলী। এরপর সারাদেশে করোনাকালে মৃত্যু ব্যাক্তিদের আত্বার শান্তি কামনায় একমিনিট নিরাবতা পালন করা হয়। অপরদিকে অনির্বাণের সকল সামাজিক কার্যক্রমসহ সার্বিক বিষয়ে দিকনির্দেশনার মধ্য অন্তহীন পরিশ্রমের জন্য মামুদকাটী এলাকার কৃতি সন্তান ও অনির্বাণ লাইব্রেরীর অন্যতম প্রতিষ্ঠা সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব ভদ্রের ভূয়সী প্রশংসা করেন সকল বক্তারা।
এব্যাপারে প্রভাত দেবনাথ বলেন, অনির্বাণ লাইব্রেরীর সন্মানিত আজীবন ও দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী সিলেট জেলার আলমপুরের আব্দুল কুদ্দুস রুবেল এক লক্ষ টাকা ও হবিগঞ্জ জেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি জনাব নুর উদ্দিন বুলবুলের ভাগনী আয়েশা খান, সাথী চৌধুরী, ভাগিনা মোহাম্মদ নাহিব খান, মেয়ে নাহিদা চৌধুরীসহ তাদের কয়েক জন বন্ধুরা মিলে (সকলেই ছাত্র-ছাত্রী এবং যুক্তরাজ্যে বসবাসরত) এক লক্ষ টাকা। মোট উভয় অংকে ২ লক্ষ টাকা অনুপাতে ৫৭৬ খানা টিন ক্রয় পূর্বক পাইকগাছা- তালা উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্য থেকে বাছাই করে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ৪৩ টি অতিদরিদ্র পরিবারের মাঝে গৃহনির্মাণকল্পে এ টিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আর এ বিতরণ কার্যক্রমের মধ্য দিয়ে আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরন কার্যক্রম ইতিটানা হয়েছে। তবে অনির্বাণ লাইব্রেরীর মানবিক সকল কার্যক্রম চলমান থাকবে।
আনন্দবাজার/ইমদাদুল হক