ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত সাংসদ মোস্তাক আহমেদ

দিন দিন তীব্র থেকে তীব্রতর হয়ে পড়ছে করোনার ছোবল। সম্প্রতি মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় আসা রিপোর্টে বিষয়টি অবগত হয়েছে। এরইমধ্যে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন শাফায়েত। এছাড়া, উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা থেকে বর্তমানে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

জেলা সিভিল সার্জন জানান, গেল ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে সদর আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবিসহ আরও পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট ৩৯১ জন করোনা রোগী হিসেবে শনাক্ত হলেন।

এদিকে, সাতক্ষীরার সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি সকলের কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাকী করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন