মুজিববর্ষ উপলক্ষে পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী অনুষিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে শুক্রবার সকালে উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালি বাড়ীতে
বৃক্ষ রোপন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেন।এ সময় উপস্তিত ছিলেন,পূজা পরিষদের সভাপতি ও উপজেলা আ’লীগের সিনিয়ার সহ-সভাপতি সমিরণ সাধু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,সাবেক অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবল মন্টু।পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস।
পূজা পরিষদের নেতৃবৃন্দেরর মধ্যে উপস্থিত ছিলেন, মোরারীমোহন সরকার, যুগোল কিশোর দে, কৃষ্ণপদ মন্ডল,সাংবাদিক প্রকাষ ঘোষ বিধান,বাবুরাম মন্ডল, স্নেহেন্দু বিকাশ, জগদীশ বায়, অখিল মন্ডল, মৃতুঞ্জয় সরদার,কাললীপদ মন্ডল, প্রাণকৃষ্ণ মন্ডল, সুভাষ মন্ডল, তিরুনাথ বাছাড়,কার্ত্তিক সাধু, বিপুল বিশ্বাস,কালীপদ বিশ্বাস, প্রমথ সানা, সুকৃতি মোহন,খগেন্দ্র নাথ, কাজল কান্তি,বিজন বিহারী প্রমূখ্।এর আগে এক সভায় কেন্দ্রীয় কর্মসুচির আলোকে সীমিত পরিসরে শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী পালনের সীদ্ধান্ত গৃহীত হয়।
আনন্দবাজার/এফআইবি