সম্প্রতি করোনার কারণে গার্মেন্টস মালিকেরা ‘শ্রম আইন অমান্য করে’ সাধারণ শ্রমিকদের পাশাপাশি গর্ভবতী নারীদেরও চাকরী থেকে ছাঁটাই করছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানে আজ বৃহস্পতিবার একটি খবর প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির প্রতিষ্ঠাতা কল্পনা আক্তার সংবাদমাধ্যমটিকে জানান, পোশাক তৈরি প্রতিষ্ঠানগুলোর কাছে করোনা আরেকটি সুযোগ। প্রতিদিন ছাঁটাই চলছে। সামনের কয়েক সপ্তাহে এটি আরও বেড়ে যাবে বলেও জানান।
মিতু নামের তিন মাসের গর্ভবতী এক নারী নিজের বিস্তারিত পরিচয় প্রকাশ না করে বলেন, তিনি ১৯ দিনের ছুটি নিয়ে বাড়িতে যান। কারাখানা থেকে ফেরার সময় তিনি জানতে পারেন এ জন্য তাকে কোন বেতন দেয়া হবে না।
‘আমার পরিবার আমার উপার্জনের টাকায় চলে। সংসার চালাতে ধার করতে হয়েছে। সেটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।
মর্জিনা নামের আরেক নারী বলেন, পাঁচ মাসের গর্ভবতী থাকার সময় তিনি ছুটি নেন। মে মাসে তাকে কারখানা থেকে বাড়িতে থাকার পরামর্শ দেয় এবং জুনে যখন তিনি কাজে ফিরতে চান, তখন তাকে বলা হয় কোন কাজ নেই। মর্জিনা কারখানাটিতে টানা আট বছর কাজ করেছেন। অথচ ছাঁটাইয়ের সময় আইন অনুযায়ী তাকে কোন টাকা দেয়া হয়নি!
আনন্দবাজার/এইচ এস কে