শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শুটিং ইউনিটে করোনা, কোয়ারেন্টাইনে অপূর্ব ও মেহজাবীন

শুটিং ইউনিটে দুজন করোনা শনাক্ত হওয়ায় কোয়ারেন্টাইনে গেলেন নাটকের জনপ্রিয় জুটি অপূর্ব ও মেহজাবীন। দ্বিতীয়বার পরীক্ষা করার পর ইউনিটের দুজনের করোনা পজিটিভ আসে। এরপর শুটিং বন্ধ করে দিয়ে নাটকের পরিচালক এবং অভিনেতা-অভিনেত্রী হোম কোয়ারেন্টাইনে গেছেন। পাশাপাশি নাটকটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করেছেন নাটকটির প্রযোজক।

গত বুধবার (৮ জুলাই) উত্তরার একটি হাউজে ‘প্রাণ প্রিয়’ নামের নাটকের শুটিং সেটে এই ঘটনা ঘটেছে। অপূর্ব, মেহজাবীনের ঘোষণা অনুযায়ী পুরো টিম করোনা পরীক্ষা করে করোনা নেগেটিভ ফলাফল নিয়ে শুটিং শুরু করে। প্রথম দিন সন্ধ্যায় ইউনিটের দুজন সদস্য সামান্য অসুস্থ বোধ করেন। এরপর ইউনিটের দায়িত্বে তাদের দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষা করানো হয়।

শুটিং এর দ্বিতীয় দিন ৮ জুলাই সন্ধ্যায় দুজনের ফলাফল পজিটিভ আসে। নাটকটির মাত্র দুটি দৃশ্য ধারণ করা বাকি ছিল। দৃশ্য দুটি বাদ রেখেই শুটিং বন্ধ ঘোষণা করেন নাটকটির প্রযোজক ও পরিচালক। ইউনিটের দায়িত্বে আক্রান্ত দুজনকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে নাটকটির পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, আমরা মানবিক কারণেই দুজনের নাম প্রকাশ করতে চাইছি না। আর এটি আমাদের দুর্ভাগ্য। কারণ আমরা পুরো টিম করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ নিয়েই শুটিংয়ে নেমেছিলাম। এর জন্য বাড়তি খরচও করেছে প্রোডাকশন। শুটিংয়ের প্রথম দিন সন্ধ্যায় হালকা অসুস্থবোধ করেন ইউনিটের দুজন। প্রযোজক নিজ থেকে দুজনকে আবারও করোনা পরীক্ষা করান। দ্বিতীয় দিন শুটিংয়ে সারা দিন দুজনের কারোরই করোনার লক্ষণ দেখা যায়নি। সন্ধ্যায় ফলাফল পজিটিভ আসে। সঙ্গে সঙ্গেই শুটিং বন্ধ করা হয়।

আরও পড়ুনঃ  দুবাই থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ২৩০ প্রবাসী

এ বিষয়ে অপূর্ব বলেন, নিরাপত্তা নিশ্চিত করেই শুটিংয়ে নেমেছিলাম। লোকেশনেও নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না। দ্বিতীয় দিন সারা দিন শুটিং করলাম। দুজনেই একদম ভালো ছিল। কোনো লক্ষণ বোঝা যায়নি। যাহোক, এখন তো কিছু করার নেই। কোয়ারেন্টিনে আছি।

মেহজাবীন বলেন, শুটিং বন্ধ করে গতকাল (৮ জুলাই) সন্ধ্যার পর থেকেই বাসায় আলাদা আছি। বিষয়টাকে মোটেও হালকাভাবে নিচ্ছি না। কাল বা পরশু আরেকবার করোনা পরীক্ষা করাব।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন