ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে ডিস-ইন্টারনেট ব্যবসা নিয়ে সংঘর্ষে আহত ১২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিস ও ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান ২ কাউন্সিলরের দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষে ১২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৭ জুন) দুপুর সাড়ে ১২ টায় সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলী এলাকার প্রধান মসজিদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এসময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।এসময় ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নাসিক ৭নং ওয়ার্ডের আদমজী কদমতলী এলাকায় জাহাঙ্গীর খান, শাহাবুদ্দিন প্রধান, নুরুল ইসলাম প্রধান, মমতাজ ও নাসিক ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আলী হোসেন আলার ছেলে আলামিন ডিস ব্যবসা পরিচালনা করে আসছিল।

ডিস ব্যবসা দখলে নিতে ০৬ জুন সোমবার রাতে নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের শেল্টারে আমির হোসেন কুট্টি ও রাসেলের নেতৃত্বে লোকজন ডিশ লাইনের তার কেটে নিয়ে যায়।

তার কাটার ঘটনায় ডিশ ব্যবসায়ী জাহাঙ্গীর খান বাদী হয়ে মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. মজিবুর রহমান অভিযোগের বিষয়ে তদন্ত করতে যান আদমজী কদমতলী এলাকায়।

এসময় পুলিশের উপস্থিতিতে আমির হোসেন কুট্টি ও রাসেলের নেতৃত্বে লোকজন ১৫০/২০০ জন লোক লাঠিসোঁটা নিয়ে হামলা করে। উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে নুরুল ইসলাম প্রধান, জাহাঙ্গীর খান, রনি, সুমন, হাসান ও ইসলামসহ উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠান। এসময় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে কথা হলে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ফারুক জানান, সংঘর্ষের ঘটনায় ইসহাক, তুষার, আকাশ নামে ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলার অবনতি হয় এমন কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

আনন্দবাজার/শাহী/এ এইচ

সংবাদটি শেয়ার করুন