ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

১১৫ দিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে

আস্তে আস্তে জার্মানি, স্পেন, ইতালি এবং ইংল্যান্ডে শুরু হয়েছে ক্লাব ফুটবল। ইউরোপে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টার সাথে এবার ফিরছে ক্রিকেটও। প্রায় ১১৫ দিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে চলেছে আগের অবস্থানে। ইংল্যান্ডের মাটিতে দীর্ঘ অপেক্ষার ইতি ঘটবে ক্রিকেটপ্রেমীদের।

জানা গেছে, আগামীকাল বুধবার ৮ জুলাই ২২ গজ মাতাবে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। সাউদাম্পটন শহরের রোজ বোল ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট ম্যাচ দিয়ে ফিরছে ক্রিকেট অঙ্গন। তবেঁ সিরিজে ৩ টি টেস্টে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল চারটায়।

চলতি বছরের গত ১৩ মার্চ সব শেষ আন্তর্জাতিক ম্যাচ সম্পন্ন হয়েছিল। অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের মধ্যেকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি হলেও করোনার প্রভাব বেড়ে গেলে গত ১৫ মার্চ দ্বিতীয় ওয়ানডে বাতিল করা হয়। এর পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয় ক্রিকেট বোর্ড।

অপরদিকে ইউরোপের নানা দেশে ফাঁকা গ্যালারিতে প্রতীকী দর্শক রেখে শুরু হয়েছে ফুটবল ম্যাচ। বুন্ডেস লিগা, সিরি আ’, লা-লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগে এমন দৃশ্য চোখে পড়েছে। ফুটবলের মত ক্রিকেট মাঠেও দর্শক ছাড়া ম্যাচ গড়াবে। তবে দর্শকদের রেকর্ড করা সাউন্ডে হই হুল্লোড় মুখরিত থাকবে স্টেডিয়াম।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন