ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাণিজ্যিক ফ্লাইট অবতরণে নিষেধাজ্ঞা জারি ১১ দেশের

সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবি এবং দুবাইয়ের ফ্লাইট অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এ ছাড়াও আরও ১১ দেশের বাণিজ্যিক ফ্লাইট অবতরণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এই ব্যাপারে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, আবুধাবী এবগ দুবাইয়ে ফ্লাইট স্থগিতের বিষয়ে বিমানের পক্ষ থেকে এরইমধ্যে ব্যাখা দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সিভিল এভিয়েশন গত ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত দুবাইয়ে এবং ৭ জুলাই থেকে একইসময় পর্যন্ত আবুধাবিতে বিমানের ফ্লাইট পরিচালনার জন্য সাময়িকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই ফ্লাইট পরিচালনায় প্রস্তুতি নেওয়া হয়েছিল।

সেই সাথে দুবাইয়ে যাওয়ার জন্য যেসব যাত্রীরা গতকাল সোমবার থেকে ১৬ জুলাই পর্যন্ত বুকিং দিয়েছেন,তাদেরকে বিমানের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থায় ‘পরিবহনের’ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসএমএস এবং টেলিফোনের মাধ্যমে যাত্রীদের এই ব্যাপারে জানানো হবে।

জানা গেছে, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ দেশের সকল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১১টি দেশের ইন্টারন্যশনাল কমার্শিয়াল ফ্লাইট (যাত্রী পরিবহন ফ্লাইট) আবতরণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগ) গ্রুপ ক্যাপ্টেন এম জিয়াউল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে ১১টি দেশের বাণিজ্যিক ফ্লাইট অবতরণে নিষেধাজ্ঞার কারণ হিসেবে করোনার প্রভাব এড়ানোর কথা উল্লেখ রয়েছে। তবে, এসব দেশ থেকে কার্গোবিমান, বিশেষ ফ্লাইট এবং এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করতে পারবে বলেও এতে উল্লেখ আছে।

আরও জানা গেছে, বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালদ্বীপ, নেপাল, ওমান, সৌদি আরব, সিঙ্গাপুর, থাইল্যান্ডের আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রী পরিবহনের (কমার্শিয়াল প্যাসেঞ্জার ফ্লাইট) ফ্লাইট বাংলাদেশের কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারবে না।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন