শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারের সৈকতে ভেসে আসছে হীরা-স্বর্ণ!

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার কারণে দীর্ঘ চার মাস ধরে ফাঁকা পড়ে আছে কক্সবাজার সমুদ্র সৈকত। সৈকত বন্ধ থাকায় বেকার সময় কাটাচ্ছেন সেখানকার হাজারো ব্যবসায়ী ও কর্মচারীরা। এরই মধ্যে আশার আলো দেখাচ্ছে সৈকতে ভেসে আসা হীরা-স্বর্ণের বিভিন্ন গহনা।

জানা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেট-স্কির চালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও হকাররা স্বর্ণ খুঁজে বেড়ান। সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে হকার ও বিভিন্ন শ্রেণির ব্যবসায়ীরা স্বর্ণের খোঁজে নেমে পড়েছেন। এমনকি খুঁজেও পাচ্ছেন বিভিন্ন স্বর্ণের তৈরি গয়না। স্বর্ণের আংটি, চেইন বা তার চেয়ে বেশি কিছু। তবে তারা রহস্যজনক কারণে প্রকাশ করতে চাচ্ছেন না কী পাচ্ছেন তারা।

ডাব ব্যবসায়ী জসিম জানান, প্রতিদিনই স্বর্ণের খোঁজে সৈকতে আসা হয়। দুইটি আংটি পেয়েছি। এখনো স্বর্ণ পাওয়ার আশায় রয়েছি।

আরেকজন ক্ষুদ্র ব্যবসায়ী জাহাঙ্গীর জানান, কিছুদিন আগে একটি আংটি পেয়েছি। পরে শুনি সেটি হীরার আংটি। ২৫ হাজার টাকা দিয়ে সেটি একজন কিনে নিয়েছেন। লকডাউনে টাকা খুব কাজে আসছে। কাজ না থাকায় প্রতিদিন সৈকতের বিভিন্ন পয়েন্টে আসা হয়।

রহিম উদ্দিন নামের একজন জানান, মূলত এগুলো বিভিন্ন সময় পর্যটকদের কাছ থেকে পড়ে গিয়ে থাকতে পারে। এতে অন্য কোনো কারণ নেই।

পরিবেশবাদী সংগঠনের নেতা মোয়াজ্জেম বলেন, যদি এখানে স্বর্ণের রেনু হয়। তাহলে এটি আমাদের জন্য ভালো একটি সম্ভাবনার কথা। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা উচিত। না হলে এত মানুষ কেন সৈকতে স্বর্ণের জন্য নামবে।

আরও পড়ুনঃ  ‘ইয়াস’ ২০০ কিমি বেগে ১০ থেকে ১২ ঘণ্টা তাণ্ডব চালাতে পারে

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন