সম্প্রতি গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ২.২ মেট্রিক টন অবৈধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।
জানা গেছে, আজ সোমবার (৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা কর্মকার এর আওতায় পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় গাজীপুর সদর এর ভোগড়া বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
ওই মোবাইল কোর্টে ৫ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ওই ব্যবসায়ীরা হচ্ছেন- সোহাগ, মোহাম্মদ রানা, শামসুল হক, আক্কাস হোসেন এবং আতাউর রহমান। তাদের প্রত্যেককে ৫০০০ টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা এবং সর্বমোট ২.২ মেট্রিক টন অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
ঘটনার সময়ে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আশরাফ উদ্দিন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন গাজীপুর আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।
আওন্দবাজার/এইচ এস কে