ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার (০৫ জুলাই) ব্লক মার্কেটে মোট ৩১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এতে কোম্পানিগুলোর মোট ৫২ লাখ ১৫ হাজার ৯০০টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য দাঁড়ায় ৮ কোটি ৪৮ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যমুনা ব্যাংক লিমিটেডের। কোম্পানিটি ২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। আর তৃতীয় স্থানে থাকা ডেসকো ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে: এডিএন টেলিকম, অ্যাডভেন্ট ফার্মা, আমান ফিড, এমবি ফার্মা, বেক্সিমকো, কনফিডেন্স সিমেন্ট, ফরচুন সুজ, ইসলামিক ফিন্যান্স, লংকাবাংলা ফিন্যান্স, মার্কেন্টাইল ব্যাংক, এম.এল ডাইং, এনসিসি ব্যাংক, নর্দার্ণ ইন্স্যুরেন্স, ওয়াইম্যাক্স, ওরিয়ন ইনফিউশন, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রেনেটা, সিলকো ফার্মা, সিলভা ফার্মা, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, স্কয়ার ফার্মা, এসএস স্টিল, স্ট্যান্ডার্ড সিরামিক ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।