ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

তিস্তা ও ধরলার পানি বিপদসীমার উপর

লালমনিরহাটের তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি আজ সকাল ৬ টা থেকে ২২ সেন্টিমিটার ও শিমুলবাড়ি পয়েন্টে ধরলা নদীর পানি ৮ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে, তিস্তার পানি বেড়ে যাওয়ায় হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত দেশের সর্ব বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়, শুক্রবার গভীর রাত থেকে আবারও তিস্তা ও ধরলা নদীর পানি বাড়তে শুরু করে। গত মাসের ২৭ জুন তিস্তা ও ধরলার পানি বৃদ্ধির ফলে ব্যারেজের ভাটিতে থাকা লালমনিরহাট জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলের প্রায় ১৫টি গ্রামের মানুষজন পানিবন্দী হয়ে পড়ে।
আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন