শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রত্যাহার করা হয়নি মোবাইলে কথা বলা ও ইন্টারনেটে বাড়তি শুল্ক

চলতি বছরের নতুন বাজেট মোবাইলে কথা বলা এবং ইন্টারনেটে বাড়তি শুল্কের প্রস্তাব প্রত্যাহার করা হয়নি। আজ সোমবার এই বাড়তি শুল্ক প্রত্যাহার করার কথা ছিল। কিন্তু মোবাইলে কথা বলা, ইন্টারনেটসহ সব সেবায় ১৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে কোনো পরিবর্তন না করে বরং তা পাস হয়েছে।

জানা গেছে, আজ জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অর্থমন্ত্রী অর্থবিল পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। তাই বাড়তি শুল্ক প্রত্যাহারের যে আশা করছিলেন খাত সংশ্লিষ্টরা তা আর সম্ভব হলো না।

চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে মোবাইল ফোনে সিম-রিম মাধ্যমে দেওয়া সব সেবার ওপর সম্পূরক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছিল। যা পূর্বে ছিল ১০ শতাংশ।

এতে শুধু কথা বলা বা ইন্টারনেট নয় এমএমএস এবং সব ধরনের ভ্যালু অ্যাডেড সার্ভিসের জন্য বাড়তি খরচ দিতে হচ্ছে গ্রাহককে। যা কার্যকর হয়ে যায় গত ১১ জুন দিবাগত রাত ১২টা হতেই।

এখন প্রতি ১০০ টাকা রিচার্জ করলে গ্রাহক ৭৫ দশমিক ১৪৭ টাকার কথা বলতে বা অন্য সেবা পাচ্ছেন গ্রাহকরা । এতে গ্রাহকের পকেট হতে যাচ্ছে ১০০ টাকায় ২৫ টাকার মতো। যা পূর্বে যেতো ২২ টাকার মতো।

আওন্দবাজার/এইচ এস কে

আরও পড়ুনঃ  করসহ রিটার্ন দাখিলে বাধ্য কর‌া হবে : এনবিআর চেয়ারম্যান

সংবাদটি শেয়ার করুন