শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাভাইরাস: অতি দ্রুত টেস্ট করে ফলাফল পেতে রিট

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধের জন্য উপসর্গ থাকা ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহের পর অতি দ্রুত টেস্ট করে ফলাফল প্রদানের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।

আজ রবিবার (২৮ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন বিচারপতি জেবিএম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটি করেছেন। এতে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন জানিয়েছেন, আমরা জানি ইতিমধ্যে সারাদেশেই করোনাভাইরাস সংক্রমিত হয়ে গেছে। কিন্তু এখনো দেশের প্রত্যেকটি জেলায় পিসিআর ল্যাব না থাকাসহ একাধিক সমস্যা রয়েছে। যে কারণে আক্রান্ত বা উপসর্গ থাকা ব্যক্তির নমুনা সংগ্রহের পর রিপোর্ট পেতে তাদের ৭-১০ দিন সময় লেগে যায়।

এতে দেখা যাচ্ছে আক্রান্ত হওয়া অনেক ব্যক্তিই পরিপূর্ণ আইসোলেটেডে যাচ্ছেন না। এর ফলে টেস্টের রিপোর্ট পাবার অপেক্ষায় থাকা হয়ত কোন ‘আক্রান্ত ব্যক্তি’ অজান্তেই অন্যদের সংক্রমিত করে যাচ্ছে। ফলে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন ঠিক তেমনই দেশে সংক্রমণ ঝুঁকি বাড়ছে।

তিনি বলেন, এমন অবস্থায় করোনার উপসর্গ থাকা ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহের পর দ্রুত টেস্ট করে ফলাফল প্রদান অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। তবে এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষ এতদিনে কোন পদক্ষেপ না নেয়ায় কারণে আজ হাইকোর্টে রিটটি করা হয়েছে।

আরও পড়ুনঃ  মাশরাফির ভাইও করোনায় আক্রান্ত

সংবাদটি শেয়ার করুন