শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এবার দেশের ৯৪ জনপ্রতিনিধির দুর্নীতির অনুসন্ধান করবে দুদক

সম্প্রতি দেশের বিভিন্ন জেলার ৯৪ জন জনপ্রতিনিধির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির প্রকৃত উপকারভোগীদের বঞ্চিত করে সুবিধা আত্মসাতের অভিযোগ রয়েছে এই জনপ্রতিনিধিদের বিরুদ্ধে।

উল্লেখ্য, এদের মধ্যে ৩০ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ৬৪ জন ইউপি সদস্য রয়েছেন। এই জনপ্রতিনিধিদের ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িকভাবে বরখাস্ত করেছে।

এছাড়া, দুদকের অভিযোগ ব্যবস্থাপনা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালকের নেতৃত্বাধীন যাচাই-বাছাই কমিটির সুপারিশে এই অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। এদিকে, তাদের বিরুদ্ধে সরকারি ত্রাণ আত্মসাৎ, ভুয়া মাস্টাররোলের মাধ্যমে সরকারি চাল আত্মসাৎ, সরকারি ১০ টাকা কেজি দরের চাল বিতরণ না করে কালোবাজারে বিক্রিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  ঈশ্বরগঞ্জে শহীদ ও অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সংবাদটি শেয়ার করুন