ঢাকা | সোমবার
১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে

পুরো বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। যার মধ্যে মারা গেছে প্রায় ৫ লাখ। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৫ লাখ ৭৭ হাজারের বেশি। মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ ২৮ হাজার মানুষের।

ঠিক এর দ্বিতীয় অবস্থানেই রয়েছে ব্রাজিল। ব্রাজিলের সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের সংখ্যা রেকর্ড করা হয়েছে। লাতিন আমেরিকার দেশটিতে আক্রান্ত ১২ লাখ ৮৪ হাজারের বেশি। প্রাণহানি ছাড়িয়েছে ৫৬ হাজার।

এদিকে, নর্থ আমেরিকায় মোট আক্রান্ত ৩০ লাখ ২ হাজার। মৃত্যু ১ লাখ ৬৫ হাজার ২শ’। ইউরোপে আক্রান্ত ২৪ লাখের বেশি। মৃত্যু ১ লাখ ৯০ হাজার ৪শ’ ৬৮। সাউথ আমেরিকায় আক্রান্ত ২০ লাখ ৫৮ হাজারের বেশি। মৃত্যু প্রায় ৮০ হাজার।

এছাড়া। এশিয়ায় আক্রান্ত ছাড়িয়েছে ২১ লাখ ৬৩ হাজার। মৃত্যু প্রায় ৫৪ হাজার। এছাড়া আফ্রিকায় আক্রান্ত ৩ লাখ ৬৪ হাজার ৭শ’-এর বেশি। মৃত্যু ৯ হাজার ৩শ’ ৪৫ জন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন