ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে পেঁয়াজের কেজি ২৫টাকা, রসুনের কেজি ৮০

যশোরে হঠাৎ করে পেঁয়াজের বাজারে আবার ধ্বস নেমে এসেছে। যশোরে এখন ৪ কেজি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ১০০টাকা যা কেজির হিসাবে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫ টাকা।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজ ২৫ টাকা করে বিক্রি করা হচ্ছে তা হলো ভারত থেকে আমদানি কৃত ইন্ডিয়ান পেঁয়াজ। কিন্তু দেখা গেছে দেশি পেঁয়াজের বাজার দর এখনো চড়া আছে। দেশি পিয়াজ বিক্রি করা হচ্ছে ৪৮/৫০ টাকা দরে।

দাম বিশ্লেষনে দেখা গেছে যে, পেঁয়াজ ২৫ টাকা করে বিক্রয় করা হচ্ছে তা নরম ও দ্রত পচনশিল। তার কারণে এই পেঁয়াজ কম মূল্যে বিক্রয় করা হচ্ছে। দেখা গেছে গ্রামের বাজারে এই পেঁয়াজ ভ্যানে করে মাইকিং করে ৪কেজি ১০০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে। ভ্যানের বিক্রেতা মন্টুর সাথে কথা হলো এই পেঁয়াজ বিক্রয় নিয়ে। সে বলে এই আমদানি কৃত পেঁয়াজ বেশি দিন রাখা যাচ্ছে না পচে যাচ্ছে। তার কারণে এই পেঁয়াজ কম দামে অর্থাৎ ৪ কেজি ১০০ টাকা করে বিক্রয় করা হচ্ছে।

এদিকে, দেখা গেছে পেঁয়াজের সাথে সাথে রসুনের দামও নিন্মমুখী। প্রতি কেজি রসুন বিক্রয় করা হচ্ছে ৮০/৮৫ টাকা কেজিতে। দেখা গেছে ৮০/৮৫ টাকার রসুন সাইজে একটু ছোট তারি কারণে একটু কম মূল্যে বিক্রয় করা হচ্ছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন