তালিকায় নাম থাকার পরও পিরোজপুরের অধিকাংশের ভাগ্যে মেলেনি প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা।
এ নিয়ে জনপ্রতিনিধিদের কাছে বার বার ছুটে যাচ্ছেন অসহায় মানুষ। কিন্তু সন্তোষজনক উত্তর দিতে না পেরে বিব্রত জনপ্রতিনিধিরাও। তবে আগামী ২৭শে জুন থেকে টাকা দেয়া শুরু হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
জানা গেছে, কর্মহীন অসহায় ৫০ লাখ পরিবারকে ২৫শ টাকা করে ঈদ উপহার দেয়ার উদ্যোগ নেয় সরকার। সবাই যাতে টাকা পায় সেজন্য মোবাইল নম্বরে টাকা পৌঁছে দেয়ার ব্যবস্থাও করা হয়েছে।
কিন্তু এক মাস পার হয়ে গেলেও সরকারি সহায়তার অর্থ পাননি পিরোজপুরে তালিকাভূক্ত ৫৫ হাজার পরিবারের অধিকাংশ। তথ্যে গরমিল আছে তাই টাকা পেতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
এই ব্যাপারে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, আগামী ২৭শে জুন থেকে তালিকাভুক্তদের কাছে টাকা পৌঁছে যাবে।
আনন্দবাজার/এইচ এস কে